What is Acid Rain?

The Harmful Effects of Acid Rain | Image Credit: treehugger.com 

Acid Rain:

Acid rain is any type of precipitation with a high level of nitric and sulfuric acid. Normal precipitation pH value is 6. And acid rain pH is 3-5. This acid intensity is very high. 

Most acid rain is caused by human activity. When we burn fossil fuels, sulfur dioxide and nitrogen oxide are released in the atmosphere. These gases react with water, oxygen and other substances to form sulfur or nitric acid. 

The wind can spread all this solution up to 100 miles. After falling on the surface of the earth, acid rain enters 'Water Cycle' as runoff and sinks into the ground. This can make water toxic to Crayfish, Clams and other aquatic animals and plants. Every species of 'Food Chain' including terrestrial animals and even birds are also affected by it. 

Acid rain harms the forest by damaging the tree's leaves. It also destroys soil nutrients and makes water absorption difficult for trees/plants. We can reduce the number of acid rain pollutants by burning less fossil fuel and designing a 'Clean Power Plant'.


এসিড বৃষ্টি:

এসিড বৃষ্টি হলো উচ্চ মানের নাইট্রিক ও সালফিউরিক এসিডযুক্ত যেকোন ধরনের বারিপাত। সাধারণ বৃষ্টিপাতের পিএইচ মান ৬ হয়ে থাকে। আর এসিড বৃষ্টির পিএইচ মান ৩-৫ পর্যন্ত হয়ে থাকে। এতে এসিডের তীব্রতা অনেক পরিমাণে বেশি। 

বেশিরভাগ এসিড বৃষ্টি মানুষের কর্মকাণ্ডের দ্বারা হয়ে থাকে। আমরা যখন জীবাশ্ম জ্বালানি পোড়াই তখন বায়ুমণ্ডলে সালফার-ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড মুক্তি পায়। এই গ্যাসগুলো সালফার বা নাইট্রিক এসিড গঠণের জন্য পানি, অক্সিজেন ও অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে। 

বাতাস এসবের দ্রবণকে ১০০ মাইল পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর এসিড বৃষ্টি পানিপ্রবাহের মাধ্যামে পানিচক্রে প্রবেশ করে এবং একসময় মাটিতে প্রশমিত হয়। এসিড বৃষ্টি বাগদাচিংড়ি, ঝিনুক এবং অন্যান্য জলজ প্রাণি ও উদ্ভিদের জন্য পানিকে বিষাক্ত করে ফেলে। স্থলজ প্রাণিসহ খাদ্যজালের প্রত্যেকটা প্রাণি এমনকি পাখিরাও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। 

এসিড বৃষ্টি গাছের পাতা নষ্ট করার মাধ্যমে বন-জঙ্গলের ক্ষতি করে। এছাড়া এটি মাটির পুষ্টি উপাদানগুলো নষ্ট করে এবং গাছের জন্য পানি শোষণ বা উত্তোলন কষ্টসাধ্য করে তোলে। আমরা কম জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে এবং দূষণমুক্ত বিদ্যুৎকেন্দ্র নকশা করার মাধ্যামে এসিড বৃষ্টি সৃষ্টির দূষকের সংখ্যা কমাতে পারি।


Written by Sami Abdullah 
May 17, 2018

Comments

Popular Posts